বনানী কবরস্থানে সমাহিত হবেন ওয়াসিম
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

চলচ্চিত্র অভিনেতা ওয়াসিম
ঢাকা (১৮ এপ্রিল): বরেণ্য চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। রোববার বাদ যোহর জানাজা শেষে তাঁকে সেখানে দাফন করা হবে।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান এ তথ্য জানিয়েছেন।
জায়েদ খান বলেন, ওয়াসিম ভাইকে এখন গোসল করানো হচ্ছে। এরপর তার মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হবে। গুলশান আজাদ মসজিদে বাদ জোহর তাঁর প্রথম জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তিনি রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই খ্যাতিমান অভিনেতা ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
সোনালী দিনের জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম ১৯৫০ সালের ২৩ মার্চ চাঁদপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ‘ছন্দ হারিয়ে গেলো’ একটি চরিত্রে অভিনয় করেন তিনি। এটাই ছিল তাঁর চলচ্চিত্রে প্রথম অভিনয়। অবশ্য, নায়ক হিসেবে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন ‘রাতের পর দিন’ সিনেমায়। প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে ওয়াসিমের পরিচিতি লাভ করেন। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
জনপ্রিয় অভিনেতা ওয়াসিম নায়ক হিসেবে প্রায় দেড় শ সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে রয়েছেÑ ‘দোস্ত দুশমন’, ‘সওদাগর’, ‘রাজ দুলারী’, ‘বেদ্বীন’, ‘দি রেইন’ ‘ঈমান’, ‘নরম গরম’, ‘ডাকু মনসুর’, ‘বাহাদুর’, ‘মানসী’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’ ‘বিনি সুতার মালা’, ‘রাজমহল’, ‘রাজনন্দিনী’ ইত্যাদি।