বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চিত্রনায়ক ওয়াসিম আর নেই

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:০২, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:০৩, ১৮ এপ্রিল ২০২১
চিত্রনায়ক ওয়াসিম আর নেই

চিত্রনায়ক ওয়াসিম মারা গেছেন

ঢাকা (১৮ এপ্রিল): ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম আর নেই। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তিনি রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেণ, প্রিয় চিত্রনায়ক ওয়াসিম ভাই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে অবস্থায় মারা গেছেন। তিনি ব্রেন, হার্ট ও নার্ভের সমস্যায় ভুগছিলেন। বেশ কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সোনালী দিনের জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম ১৯৫০ সালের ২৩ মার্চ চাঁদপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ‘ছন্দ হারিয়ে গেলো’ একটি চরিত্রে অভিনয় করেন তিনি। এটাই ছিল তাঁর চলচ্চিত্রে প্রথম অভিনয়। অবশ্য,নায়ক হিসেবে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন ‘রাতের পর দিন’ সিনেমায়।  প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে ওয়াসিমের পরিচিতি লাভ করেন। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

জনপ্রিয় অভিনেতা ওয়াসিম নায়ক হিসেবে প্রায় দেড় শ সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে রয়েছেÑ ‘দোস্ত দুশমন’, ‘সওদাগর’, ‘রাজ দুলারী’, ‘বেদ্বীন’,  ‘দি রেইন’  ‘ঈমান’, ‘নরম গরম’, ‘ডাকু মনসুর’, ‘বাহাদুর’, ‘মানসী’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’  ‘বিনি সুতার মালা’, ‘রাজমহল’, ‘রাজনন্দিনী’ ইত্যাদি 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়