ডক্টরেট ডিগ্রি পেলেন শিল্পী মমতাজ বেগম
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম
ঢাকা (১৩ এপ্রিল): বাংলাদেশের জনপ্রিয় লোকগানের শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমকে ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।
শনিবার আনুষ্ঠানিকভাবে শিল্পী মমতাজ বেগমের হাতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি ‘ডক্টর অব মিউজিক’ সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পি ম্যানুয়েল।
তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির এক বার্তায় তারা জানান— শিল্পী হিসেবে দীর্ঘ ৩০ বছর বিশ্বের দরবারে বাংলা গানকে তুলে ধরা, নিজের একক অ্যালবাম ৮০০টির বেশি রেকর্ড করা, সমাজের নানামুখী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা এবং একাধিকবার চলচ্চিত্র সংগীতে জাতীয় পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা অর্জন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ। আর তাই তারা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে ‘ডক্টর অব মিউজিক’ পদক প্রদান করেছে।
এ গুণী শিল্পী ১০ এপ্রিল সকালের ফ্লাইটে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করতে ভারতে রওনা হন। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার তিনি দেশে ফিরেছেন।
‘ডক্টর অব মিউজিক’ সম্মাননার বিষয়ে জনপ্রিয় শিল্পী মমতাজ জানান, ‘আমি জীবনে অনেক সম্মাননা অর্জন করেছি। কিন্তু এবার যা ঘটেছে, তা আমার জীবনের অন্যতম একটি বড় ঘটনা। আমার জন্য অনেক বড় পাওয়া।’