আন্তর্জাতিক পুরস্কার পেল ফিলিস্তিনি চলচ্চিত্র দ্য প্রেসেন্ট
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফিলিস্তিনি চলচ্চিত্র ‘দ্য প্রেসেন্ট’-এর একটি দৃশ্য। ছবি: সংগৃহিত
ঢাকা (১১ এপ্রিল): ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বিএএফটিএ) শ্রেষ্ঠ ছবির পুরস্কারে ভূষিত হয়েছে ফিলিস্তিন বংশোদ্ভূত চলচ্চিত্র পরিচালক ফারাহ নাবুলসির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য প্রেসেন্ট'।
আরব নিউজ জানিয়েছে, শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২১ সালের শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা করা হয়।
‘দ্য প্রেসেন্ট' অস্কারের জন্যও মনোনীত হয়েছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফিলিস্তিনের খ্যাতনামা অভিনেতা সালেহ বাকরী এবং তার মেয়ে ইয়াসমিন।
প্রসঙ্গত, ফিলিস্তিন বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র ফারাহ নাবুলসির উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে— আইল্যাশ, লিজার্ড, লাবি ব্রেক ও কার্ভি।