ফুলে-অশ্রুতে ছায়ানটে মিতা হককে শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছায়ানটে মিতা হককে শেষ শ্রদ্ধা জানানো হল
ঢাকা (১১ এপ্রিল): ছায়ানটে অশ্রু আর ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন শ্রোতাপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী ও সংগঠক মিতা হক। এ সময় শিল্পীর দীর্ঘদিনের কর্মস্থল ‘ছায়ানট’ প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ছায়ানট ভবনে সকাল ১১টার দিকে মিতা হকের মরদেহ আনা হয়। সেখানে শেষ বিদায় জানাতে ছুটে আসেন সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ।
ছায়ানটের সঙ্গে ছিল মিতা হকের নাড়ির টান। সংগঠনটির ছায়ায় তাঁর বেড়ে ওঠা। এবং সংগঠনটির রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান ছিলেন তিনি।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আজ রবিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে মিতা হক মারা যান।
মিতা হক ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের সঙ্গে স্ত্রী। ফারহিন খান জয়িতা নামে তাদের এক কন্যাসন্তান রয়েছে। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে বাংলাদেশ সরকার ২০২০ সালে একুশে পদক প্রদান করে।