শিল্পী মিতা হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

শিল্পী মিতা হকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঢাকা (১১ এপ্রিল): জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার পৃথক পৃথক বার্তায় তাঁরা এই শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ তাঁর শোক বার্তায় বলেন, বাংলাদেশে রবীন্দ্রচর্চা ও রবীন্দ্রসংগীতকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মিতা হকের প্রচেষ্টা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় তিনি মিতা হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে প্রধানমন্ত্রী তাঁর শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। এবং তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আজ রবিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে মিতা হক মারা যান।
মিতা হক ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের সঙ্গে স্ত্রী। ফারহিন খান জয়িতা নামে তাদের এক কন্যাসন্তান রয়েছে। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে বাংলাদেশ সরকার ২০২০ সালে একুশে পদক প্রদান করে।