সোমবার

১৭ নভেম্বর ২০২৫


৩ অগ্রাহায়ণ ১৪৩২,

২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৬, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৫৮, ১১ এপ্রিল ২০২১
প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন করোনায় আক্রান্ত

প্রখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভীন করোনাভাইরানে আক্রান্ত হয়েছেন। ফাইল ছবি

ঢাকা (১১ এপ্রিল): এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভীন। তাঁর শারীরিক জটিলতা কম থাকায় তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

শনিবার রাতে শিল্পী ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী বিষয়টি নিশ্চিত করেছেন।  

ইমাম জাফর নোমানী জানান, তার মা চারদিন ধরে অসুস্থবোধ করছিলেন। এরপর ৭ এপ্রিল তাঁর করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর তেমন কোনো শারীরিক সমস্যা নাই। শুধু কিছুটা শ্বাসকষ্ট আছে। তিনি চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, ফকীর লালন শাহের গান গেয়ে দেশ-বিদেশে সুখ্যাতি পেয়েছেন শিল্পী ফরিদা পারভীন। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়