মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

কবরীর শারীরিক অবস্থার অবনতি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আইসিইউর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩৫, ৮ এপ্রিল ২০২১  
কবরীর শারীরিক অবস্থার অবনতি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আইসিইউর ব্যবস্থা

ফাইল ছবি: চিত্রনায়িকা সারাহ বেগম কবরী

ঢাকা (এপ্রিল ০৮): করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গত সোমবার থেকে তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপা‌তালে কেবিনে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরের কথা বলা হয়।

শুরুতে কোথাও আইসিইউ বেড খালি পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এ প্রাক্তন নায়িকার জন্য আইসিইউয়ের ব্যবস্থা করা হয়।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গনমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোর রাত থেকে তার অক্সিজেন লেভেল কমতে থাকে। ডাক্তাররা উনাকে আইসিইউতে স্থানান্তরের কথা বলেন। তবে কোথাও আইসিইউ পাচ্ছিলাম না। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার জন্য আইসিইউয়ের ব্যবস্থা করেছেন।’

তিনি আরো জানান, কবরীকে বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে এখানকার আইসিইউতে রাখা হয়েছে।

কবরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও জানান নূর উদ্দিন।

গত সোমবার দুপুরে কবরীর নমুনা পরীক্ষায় ক‌রোনাভাইরাস রি‌পোর্ট প‌জি‌টিভ আসে। এরপর রাতেই তিনি হাসপাতালে ভর্তি হন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়