মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় আক্রান্ত কবরী হাসপাতালে

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:১৭, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ০১:১৮, ৮ এপ্রিল ২০২১
করোনায় আক্রান্ত কবরী হাসপাতালে

সারাহ বেগম কবরী। ছবি: সংগৃহীত

ঢাকা (০৭ এপ্রিল): বাংলা সিনেমার একসময়কার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কবরী নিজে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ এপ্রিল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হলেও কোনো সমস্যা নেই মোটামুটি ভালো আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন জানান, গত কিছুদিন ধরে ম্যাডাম (কবরী) অসুস্থবোধ করছিলেন। তাই ৫ দিন আগে করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে করোনা পজিটিভ আসলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, কবরী বর্তমানে সার্বক্ষণিক ডাক্তারদের নজরদারিতে আছেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়