রিয়াজ করোনা আক্রান্ত, যাচ্ছেন না মুম্বাই
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

জনপ্রিয় অভিনেতা রিয়াজ করোনা আক্রান্ত
ঢাকা (০২ এপ্রিল): জনপ্রিয় অভিনেতা রিয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। ‘বঙ্গবন্ধু’ সিনেমায় তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করার কথা তার। এ লক্ষ্যে মুম্বাইয়ে যাওয়ার আগে শুটিংয়ের নিয়মমাফিক করোনার টেস্ট করাতে গিয়ে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
রিয়াজ এ বিষয়ে জানান, গত ২৮ মার্চ তিনি করোনার নমুনা পরীক্ষা করান। ২৯ মার্চ রিপোর্ট আসে তার করোনা পজিটিভ।
তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে রিয়াজ জানান, তিনি স্বাদ-গন্ধ সবই পাচ্ছেন। তবে শরীরে ব্যথা আছে, দুর্বলতাও আছে। চিকিৎসকরা তাকে বলেছেন এটা করোনার নতুন একটি ধরন। উপসর্গগুলো কম প্রকাশ পায়।
রিয়াজ আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে এবং স্বাভাবিক খাবার খাচ্ছেন।