সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

বঙ্গবন্ধুর ত্যাগ নিয়ে কালজয়ী সিনেমা বানানো সম্ভব: দিপু মনি

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:১১, ১ এপ্রিল ২০২১   আপডেট: ০১:১৩, ১ এপ্রিল ২০২১
বঙ্গবন্ধুর ত্যাগ নিয়ে কালজয়ী সিনেমা বানানো সম্ভব: দিপু মনি

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। ছবি: সংগৃহীত

ঢাকা (৩১ মার্চ): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন মানুষ যার জীবনের যে কোনো একটি দিন নিয়েও বোধহয় একটি সিনেমা নির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে তারুণ্যের গল্প নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটির প্রিমিয়ার শো উদ্ভোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ডাঃ দীপু মনি আরও জানান, ‘আমরা যে চলচ্চিত্রটি দেখতে এসেছি সেটি বঙ্গবন্ধু পুরো জীবন নিয়ে নয়, তার শৈশব থেকে তারুণ্য নিয়ে। এতে আমরা বঙ্গবন্ধুর শৈশব, কৈশোরের ধারণা পাবো। আশাকরি বঙ্গবন্ধুর স্থাপিত এফডিসি থেকে তাকে নিয়ে সিনেমা বানানোর যে প্রয়াস সেটি অব্যাহত থাকবে।’

পরিচালক সেলিম খান জানান, এই সিনেমাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটি অংশ নিয়ে নির্মাণ করা হয়েছে। সেন্সর বোর্ড একাধিকবার সিনেমাটি দেখেই ছাড়পত্র দিয়েছে। আজ পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে কেউ চলচ্চিত্র নির্মাণ করেনি।

তিনি আরও জানান, দর্শকদের জন্য আরও একটি চমক আছে। আমরা জননেত্রী নামে আরও একটি সিনেমা তৈরি করতে যাচ্ছি। খুব শীঘ্রই এই সিনেমাটির শুটিং শুরু হবে।

২৬ মার্চ মহান স্বাধীনতার রজতজয়ন্তীতে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্র স্থগিত করায় সিনেমাটির মুক্তি আটকে যায়। কিছু অংশ সংশোধন সাপেক্ষে (২৩ মার্চ) সিনেমাটিকে চূড়ান্ত ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড।

প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার পরিচালক সেলিম খান, শাহীন সুমন, অভিনেতা শান্ত খান, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ ছবির অন্যান্য কলাকুশলীরা।

এছাড়া, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এছাড়া, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাজনূর মিজান, সুভ্রত, দিলার জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিবাশানু, জিয়াউল হাসান কিসলুসহ আরও অনেকে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়