সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

অটিজম সচেতনা দিবসে ‘সবাই সবার মতো’

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪৯, ৩১ মার্চ ২০২১   আপডেট: ০০:০৯, ১ এপ্রিল ২০২১
অটিজম সচেতনা দিবসে ‘সবাই সবার মতো’

ছবি: বিশ্ব অটিজম সচেতনা দিবসের গীতিনাট্য ‘সবাই সবার মতো’

ঢাকা (৩১ মার্চ): বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষ্যে ছোট গীতিনাট্য ‘সবাই সবার মতো’ প্রকাশ করছেন বিশিষ্ট গায়ক এ আই রাজু। অটিজমের শিকার মানুষকে সমাজে সম্পৃক্ততার ব্যাপারে সচেতনা সৃষ্টির লক্ষ্যেই এ গীতিনাট্য নির্মাণ করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিশ্ব অটিজম সচেতনা দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি: মহামারি পরবর্তী বিশ্বে চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধা’।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় মিনিটের গীতিনাট্য ‘সবাই সবার মতো’ এর কথা লিখেছেন এবং সুরারোপ করেছেন ভারতের সঙ্গীত পরিচালক ও শিল্পী রূপম ইসলাম। এর নির্মাণ সহযোগি হিসেবে রয়েছে আওয়ার কালচার ফাউন্ডেশন, প্রেরনা ফাউন্ডেশন, অটো কোর্প কেয়ার এবং এসএমসি।    

এ গীতিনাট্য নির্মাণের নেপথ্যের দর্র্শণ ব্যাখ্যা করে এ. আই. রাজু বলেন, গেল পাঁচ দশকে বাংলাদেশ অগ্রগতির প্রশ্নে  অনেক এগিয়ে গেছে। দেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, দারিদ্র্য হ্রাস পেয়েছে। দেশের সফলতার প্রশ্নে ‘বিশেষ ভাবে সক্ষম’ মানুষও তাদের ভূমিকা পালনের চেষ্টা করছেন। আমাদের শুধু তাদেরকে সঠিক পরিচর্যা আর বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। এ লক্ষ্যে সচেতনা সৃষ্টির উদ্দেশ্যেই আমি এ গীতিনাট্য নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।   

তিনি বলেন, সঙ্গীত হচ্ছে এমন একটি যোগোযোগের মাধ্যম যা মানুষকে খুব সহজে সম্পৃক্ত করে। আমরা আশা করছি এ গীতিনাট্য দর্শক শ্রোতাদের মাঝে আবেদন সৃষ্টি করবে এবং ‘বিশেষ ভাবে সক্ষম’ মানুষদের প্রতি তাদেরকে আরো সহমর্মী করে তুলবে।

রাজু বলেন, এ গীতিনাট্যে অভিনয় করেছে এসডাব্লিউএসি এবং বিউটিফুল মাইন্ড স্কুলের ‘বিশেষ ভাবে সক্ষম’ শিক্ষার্থীরা। তাদের অংশ গ্রহণেই এই ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে দেখানো হয়েছে সহযোগিতা পেলে তারা যে কোন ধরণের কাজ করতে সক্ষম। এই বার্তাই এ গীতিনাট্যের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে তিনি জানান।   

বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষ্যে ২ এপ্রিল সঙ্গীত শিল্পী এ আই রাজুর ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিক ভাবে ‘সবাই সবার মতো’ প্রকাশ করা হবে। একই সঙ্গে এর টেলিভিশন প্রিমিয়ার করা হবে চ্যানেল আইতে।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়