রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

গ্র্যামির মঞ্চে বিয়ন্স ও টেইলর সুইফটের রেকর্ড

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৬, ১৫ মার্চ ২০২১   আপডেট: ২০:৩৮, ১৫ মার্চ ২০২১
গ্র্যামির মঞ্চে বিয়ন্স ও টেইলর সুইফটের রেকর্ড

গ্র্যামির মঞ্চে বিয়ন্সে, মেগান থি স্ট্যালিয়ন ও টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

ঢাকা (১৫ মার্চ): ২৮তম গ্র্যামি জিতে নতুন রেকর্ড গড়েছেন বিয়ন্স। ‘ব্ল্যাক প্যারেড’ গানের জন্য এবার তিনি গ্র্যামি জিতেছেন। এ গানে কৃষ্ণাঙ্গদের ক্ষমতা ও প্রণোচ্ছলতাকে তুলে ধরা হয়েছে। বেস্ট আর অ্যান্ড বি পারফরম্যান্সের ট্রফি হাতে নিয়ে বিয়ন্স জানান, আমি খুবই সম্মানিত ও উচ্ছ্বসিত।

রবিবার টেইলর সুইফট এ রেকর্ড গড়ার তালিকায় নাম লেখান। নারী হিসেবে এ মঞ্চে সবচেয়ে বেশি স্বীকৃতি পাওয়া এলিসন ক্রওসকেও এবার ছাড়িয়ে গেলেন পপ সেনসেশন সুইফট। কোনও নারী শিল্পী এই প্রথম তিনবার বছরের সেরা অ্যালবামের জন্য পুরস্কার পেয়েছেন।

এবার ‘ফোকলোর’ অ্যালবামের জন্য, ২০১০ সালে ‘ফিয়ারলেস’ ও ২০১৬ সালের ‘১৯৮৯’ অ্যালবামের জন্য পুরস্কার পেয়েছেন। যদিও এর আগে তিনবার একই বিভাগে পুরস্কার পেয়েছেন তিন পুরুষ গায়ক পল সিমন, স্টিভ ওয়ান্ডার ও ফ্রাঙ্ক সিনাত্রা।

করোনায় স্বাস্থ্যবিধি মেনে এলএ কনভেনশন সেন্টারে চার ঘণ্টা ধরে চলা গ্র্যামি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনের উপস্থাপনায় ছিলেন ট্রেভর নোয়ার। দীর্ঘদিন ধরে কনসার্ট বন্ধ থাকায় এবারের প্রধান আকর্ষণ ছিল লাইভ মিউজিক। কনসার্টে কার্ডি বি, টেইলর সুইফট, ব্রানো মার্স, মেগান থি স্ট্যালিয়ন, বিলি ইলিশ, হ্যারি স্টাইলসসহ অনেকে পারফর্ম করেন।

এছাড়া, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে তুলে ধরা গ্যাব্রিয়েলা উইলসনের ‘আই কান্ট ব্রেথ’ গানটি বছরের সেরা গান হিসেবে পুরস্কার পেয়েছে। গত বছর পুলিশের নিপীড়নে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে নিহত জর্জ ফ্লয়েডের শেষ বাক্য থেকে নেওয়া হয়েছে গানের লাইনটি।

অন্যান্য পুরস্কারের মধ্যে আছে; দুয়া লিপা বেস্ট পপ ভোকাল অ্যালবাম, লেডি গাগা ও আরিয়ানা গ্র্যান্ডে ‘রেইন অন মি’ গানের জন্য সেরা জুটি হয়েছেন।

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়