রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

সালমান খানের নতুন সিনেমা রাধে

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৫, ১৫ মার্চ ২০২১  
সালমান খানের নতুন সিনেমা রাধে

সালমান খান। ছবি: সংগৃহীত

ঢাকা (১৪ মার্চ): বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান অভিনীত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। শনিবার ‘রাধে’ সিনেমার পোস্টার সালমান খানের ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করার প্রথম ৮ ঘণ্টার মধ্যেই ১৪ লাখের বেশি ভক্ত লাইক এবং ৩৪ হাজারেরও বেশি মানুষ কমেন্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন ।

সালমান খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

প্রভুদেবা’র পরিচালনায় সালমান খানের নতুন সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাতে দেখা যাবে হাতে পিস্তল, সুঠাম চেহারা এবং মুখজুড়ে গাম্ভীর্য। ‘রাধে’ একটি অ্যাকশন ঘরানার ছবি। তাই ‘ওয়ান্টেড’ ছবির ফ্ল্যাশব্যাক বলে মনে হতে পারে

শুরু থেকেই রাধে’র মুক্তি নিয়ে চলছিল টানাপোড়েন। তাই চিত্র প্রদর্শকরা ওটিটিতে নয়, চিঠি লিখে সালমানকে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে আবেদন জানিয়েছিলেন। কারণ তারা মনে করেন এই সিনেমার মাধ্যমে লকডাউনে লোকসানের পর বক্স অফিসের হাল ফিরবে। তাই সালমান খানও তাদের নিরাশ করেননি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়