শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

দীঘির বিরুদ্ধে ঝন্টুর কোটি টাকার মামলা

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:০১, ১১ মার্চ ২০২১  
দীঘির বিরুদ্ধে ঝন্টুর কোটি টাকার মামলা

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। ছবি:সংগৃহীত

ঢাকা (১০ মার্চ): চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির বিরুদ্ধে এক কোটি টাকার মামলা করেছে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। বুধবার দেলোয়ার জাহান ঝন্টু অভিনেত্রী দীঘি, তার বাবা এবং মামা তিনজনের বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগে এ মামলা করেন।

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত দীঘির প্রথম সিনেমা তুমি আছো তুমি নেই। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পেলে দর্শকরা সমালোচনায় মেতে ওঠেন। আবার অনেকেই ব্যঙ্গ করে ট্রেলার দেখার পরে খরচ হওয়া ইন্টারনেট এমবি ফেরত চান

সোশাল মিডিয়ায় দর্শকদের এমন সমালোচনায় বিব্রত হয়ে অভিনেত্রী দীঘি মন্তব্য করে বলেন ছবিটি মানহীন, এটি চলবে না এবং দর্শকপ্রিয়তাও পাবে না।

তুমি আছো তুমি নেই ছবিটি ১২ মার্চ মুক্তি দেবার কথা কিন্তু মুক্তি পাওয়ার আগেই সিনেমার নায়িকার মুখে এমন মন্তব্যে ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু

দেলোয়ার জাহান ঝন্টু ৮ মার্চ একটি ইউটিউব চ্যানেলে বলেছিলেন, “নায়িকা হয়েও দীঘি ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার সমালোচনা করেছে। এটা ঠিক হয়নি। সে নায়িকা। তার কথায় দর্শক বিমুখ হবে। এতে সিনেমাটি চলবে না। দীঘির জন্য ১ কোটি টাকা ক্ষতি হবে আমার। প্রযোজক কী করবে জানি না। কিন্তু আমি ওকে ছাড়ব না। এটা পরিচালকের মানহানির বিষয়। দীঘি যখন বলেছে, ‘সিনেমাটি চলবে না’।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়