শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জিফাইভ গ্লোবাল কনটেন্ট ফেস্টিভালে’র বিজয়ী ১৫ জন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:০২, ২৭ ফেব্রুয়ারি ২০২১
জিফাইভ গ্লোবাল কনটেন্ট ফেস্টিভালে’র বিজয়ী ১৫ জন

জিফাইভ গ্লোবাল কনটেন্ট ফেস্টিভালে’র বিজয়ী ১৫ জন

ঢাকা (২৭ ফেব্রুয়ারি): জিফাইভ গ্লোবাল কনটেন্ট ফেস্টিভাল’র সেরা নির্মাতা ও কনটেন্টের নাম ঘোষণা করেছে জিফাইভ গ্লোবাল। সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ এশিয়ার বৃহত্তম ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিজয়ী ১৫ জনের কনটেন্টগুলো ২৫ ফেব্রুয়ারি থেকে জিফাইভ প্ল্যাটফর্মে দর্শকরা বিনামূল্যে উপভোগ করতে পারছেন। 
এতে বলা হয়, ২০২০ সালের নভেম্বরে বিশ্বে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল ওটিটি কনটেন্ট ফেস্টিভালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দুবাই ও নেদারল্যান্ড থেকে নির্মাতারা অংশ নিয়েছেন।

চলচ্চিত্র নির্মাতারা নাটকীয় ও রহস্যজনক কনটেন্ট থেকে শুরু করে জীবনধারা ভিত্তিক এবং ডকুমেন্টারি, শর্ট ফিল্মস ও মিউজিক ভিডিও নির্মাণ করে তাদের বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পেয়েছেন। কনটেন্টগুলো হিন্দি, ইরেজি, মারাঠি, বাংলা, তামিল ও মালায়াম ভাষায় নির্মিত হয়েছে।

ড্রামা ফিল্মস ক্যাটাগরিতে তিনটি কনটেন্ট (কাঠাহ@এইট, তাশি ও ডটস) নিয়ে গ্লোবাল কনটেন্ট ফেস্টিভালে বিজয়ী হয়েছেন সিঙ্গাপুরের স্বতন্ত্র পরিচালক শিল্পা কে শুকলা। 

বাংলাদেশ থেকে বিজয়ী হয়েছে রক-এ-বাউলা নামে পরিচিত কাজী রিয়াদ ওমরের রক মিউজিক ভিডিও ‘শব্দজট’। 

তানভীর চৌধুরী নির্মিত ‘ডিয়ার ত্রোৎস্কি’ একটি হৃদয় ছুঁয়ে যাওয়া শর্ট ফিল্ম যেখানে এক দরিদ্র বালকের ব্যয়বহুল কুকুর পোষার স্বপ্ন চিত্রায়িত হয়েছে। 

বিজয়ীর তালিকায় আরো একটি বাংলা মিউজিক ভিডিও স্থান পেয়েছে: ইরফান রহমান নির্মিত লেভেল ফাইভ- সিক্সটিজ লাভ। 

গ্রাহকরা সর্বশেষ ও আকর্ষণীয় বিভিন্ন কনটেন্ট দেখতে গুগল প্লেস্টোর অথবা আইওএস অ্যাপ স্টোর থেকে জিফাইভ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। সামস্যাং স্মার্ট টিভি, অ্যাপল টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও অ্যামাজন ফায়ার টিভিতেও রয়েছে অ্যাপটি। www.ZEE5.com ওয়েবসাইটের মাধ্যমেও উপভোগ করা যাবে জিফাইভ।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়