বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফিল্ম ক্লাব নির্বাচনে জয়ী ওমর সানীর প্যানেল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:২১, ৭ ফেব্রুয়ারি ২০২১  
ফিল্ম ক্লাব নির্বাচনে জয়ী ওমর সানীর প্যানেল

প্যানেলসহ ওমর সানী। ছবি : সংগৃহীত

ঢাকা (০৭ ফেব্রুয়ারি): চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন ‘বাংলাদেশ ফ্লিম ক্লাব লিমিটেড’ নির্বাচনে জয়ী হয়েছে ওমর সানীর প্যানেল। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন ওমরসানী।

এ নির্বাচনে ওমর সানীর প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ১৫৮ ভোট। শনিবার সকাল ১১টায় ক্লাবের এজিএম অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  

ওমর সানীর ছাড়াও তার পূর্ণ প্যানেলই জয় লাভ করেছে। ওমর সানীর প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক পলাশ (৩১৫), নজরুল রাজ (২৯২), সৈয়দ রাফিউদ্দিন সেলিম (২২৭), ইঞ্জিনিয়ার এম এ জাহান (২৭৬), শ্রী অজিত রায় নন্দী (২৭২), মোঃ আবদুল্লাহ্ জেয়াদ (২৮৪), জাহিদ হোসেন (৩৩২), মোজাহারুল ইসলাম ওবায়েদ (৩২৫), এম এ কামাল (২৮২) ও জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর (৩১২)।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়