সোমবার

২০ মে ২০২৪


৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

১২ জ্বিলকদ ১৪৪৫

জেমস বন্ড তারকা শন কনারি মারা গেছেন

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২৮, ১ নভেম্বর ২০২০   আপডেট: ০১:৩২, ১ নভেম্বর ২০২০
জেমস বন্ড তারকা শন কনারি মারা গেছেন

ছবি: বিবিসি

ঢাকা (৩১ অক্টোবর): জেমস বন্ড তারকা স্যার শন কনারি মারা গেছেন। পারিবারিক সূত্রের উদ্বৃতি দিয়ে বিবিসি শনিবার এ তথ্য জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রাতে ঘুমের মধ্যেই তিনি মারা গেছেন। বেশ কিছু দিন ধরে তিনি বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন।


স্কটিশ তারকা শন কনারি প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হয়েছিলেন জেমস বন্ডের ভূমিকায়। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এ সিরিজের সাতটি ছবিতে অভিনয় করে তিনি রেকর্ড গড়ে গেছেন। কয়েক দশকের অভিনয় জীবনে তিনি একবার অস্কার, দুবার বাফটা এবং তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার জয়ের মাধ্যমে অভিনয়ের স্বীকৃতি পেয়েছেন।


স্যার শন কনারিকে জেমস বন্ড সিরিজের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। এ সিরিজ ছাড়াও তার অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হান্ট ফর দ্যা রেড অক্টোবর, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড এবং দ্যা রক। দি আনটাচ্যাবল ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি ১৯৮৮ সালে অস্কার জয় করেন। ২০০০ সালে ব্রিটেনের রাণী তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।  এই আগষ্টে শন কনারি ৯০তম জন্ম দিন পালন করেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়