বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫


১৩ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

অক্ষয়-টুইঙ্কেলের বিশ বছরের পথচলা

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৩১, ১৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৪৫, ১৮ জানুয়ারি ২০২১
অক্ষয়-টুইঙ্কেলের বিশ বছরের পথচলা

ছবি: অক্ষয় কুমারের টুইটার একাউন্ট থেকে নেওয়া

ঢাকা: (১৭ জানুয়ারি): বলিউডের অন্যতম সফল জুটি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার বিশ তম বিবাহ বার্ষিকী আজ। আর এই বিশেষ দিনটিতে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতি।

আজকের দিনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে অক্ষয় টুইটারে লিখেছেন- ‘আমি বন্ধুত্বকে এর চেয়ে বেশি স্বচ্ছভাবে কোনদিনই পাইনি....বিশ বছরের একসাথে চলা এবং এখনো তুমি আমার হ্রদয়ে কাঁপন তোলো এবং মাঝে মাঝে আমাকে ক্ষেপিয়েও তোল । কিন্তু এটাকে অন্য কোনভাবে নেওয়ার উপায় থাকেনা কারণ তুমি যখন কাছে থাক তখন হাসিও খুব দূরের কিছু নয়। শুভ বিবাহ বার্ষিকী টিনা’

টুইঙ্কেলও প্রত্যুত্তরে লিখেছেন- ‘তুমি এ সম্পর্কের ‘বিউটি এন্ড ব্রাউন’ এবং আমি নিজেকেও সম্পর্কের চালিকাশক্তি বলতে পারিনা কারণ তুমি আমার থেকে স্মার্ট। আমাদের পূর্ণতা পাওয়ার জন্য দুজনের দুজনকে প্রয়োজন নেই। কিন্তু আমরা একে অপরকে সবসময় পাশে চাই এবং এটাই সম্ভবত সুখী হওয়ার একমাত্র উপায়। শুভ বিবাহ বার্ষিকী মি. কে’

সেইসাথে এই দীর্ঘ পথচলায় তাদের অভিনন্দন জানিয়েছেন বলিউড পাড়ার অনেকেই। টাইগার স্রফ, রাজেশ খাত্তার জেকুলিন ফর্নান্দেজসহ অনেকেই কমেন্টে তাদের শুভ কামনা ব্যাক্ত করেছেন।

২০০১ সালের আজকের দিনে বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি৷ ১৯ বছর ধরে এক অপরের সঙ্গে নানান সুখ ও দুঃখের সঙ্গী হয়ে এসেছেন ৷ অক্ষয় ও টুইঙ্কেল খান্নার প্রথম আলাপ হয়েছিল একটি পত্রিকার ফটোশ্যুটের সময়ে ৷ তখন থেকেই একে অপরকে মন দিয়েছিলে। অক্ষয় ও টুইঙ্কেলেরে জীবনে প্রেমের রং ক্রমশই গাঢ় হতে থাকে ৷ তখনও পর্যন্ত একে অপরের সঙ্গে বিশেষ সিরিয়াস ছিলেন না অক্ষয় কুমার ও টুইঙ্কেল। ইন্টারন্যাশনাল খিলাড়ি শ্যুটিং-এর সময়ে তাঁরা বুঝতে পেরেছিলেন একে অপরের প্রতি টান। এরপরেই তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়।

বিয়েতে টুইঙ্কেলের বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে এক মজার তথ্য শেয়ার করেছিলেন অক্ষয়। তার ভাষ্যমতে টুইঙ্কেল তার মেলা চলচ্চিত্রটি নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন । তিনি বলেছিলেন যদি মেলা সফল ছবি না হয় তাহলে তিনি বিয়ে করবেন। অক্ষয়ের জন্য সৌভাগ্যই বলা চলে। কারণ মেলা তেমন সফল হয়নি এবং পরিণতিতে তারা বিয়ে করেন। বর্তমানে তাদের দুই- সন্তান আরভ ও নিতারা ৷

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়