বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫


১৩ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারার মেলা

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২৮, ১৬ জানুয়ারি ২০২১  
বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারার মেলা

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (১৬ জানুয়ারি): আগামী বুধবার আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন জো বাইডেন। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন একঝাঁক মার্কিন তারকা।

অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গাইবেন জনপ্রিয় পপ শিল্পী লেডি গাগা । আর নাচ দিয়ে মাতিয়ে রাখবেন জেনিফার লোপেজ। এছাড়াও ‘সেলিব্রেটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠান সঞ্চালনা করবেন দুবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। থাকবে জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক এবং ডেমি লোভাটোর পারফরম্যান্স।

কবিতা আবৃত্তি করবেন ২৩ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নারী কবি আমান্ডা গরম্যান। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে বক্তব্য দিতে আমন্ত্রণ জানানো হয়েছে জর্জিয়ার একদল কৃষ্ণাঙ্গ দমকলকর্মীকেও।

বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানটি মূলত ভার্চুয়াল ইভেন্ট হতে চলছে। ‘আমেরিকা ইউনাইটেড’ থিমের অধীনে পাঁচদিন ধরে এই অনুষ্ঠানের সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে এবিসি, সিবিএস, এনবিসি, সিএনএনসহ বেশ কয়েকটি চ্যানেলে।

বাইডেন শিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অনুষ্ঠানে এমন সব ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি, যাঁরা বৈচিত্র্যময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। এই বৈচিত্র্যই যুক্তরাষ্ট্রের শক্তি। তাঁদের সবাইকে এই বিশেষ দিনে এক মঞ্চে দাঁড় করানোর মাধ্যমে আমরা সমতার মিলিত শক্তির জানান দিতে চাই। আমরা বলতে চাই, এই যুক্তরাষ্ট্রে সবার সমান অধিকার।’

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়