সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘মুভিং বাংলাদেশ’ নিয়ে আসছেন নুহাশ

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩১, ২৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:০২, ২৩ ডিসেম্বর ২০২০
‘মুভিং বাংলাদেশ’ নিয়ে আসছেন নুহাশ

ছবি: সংগৃহীত

ঢাকা (২৩ ডিসেম্বর): ‘মুভিং বাংলাদেশ’ নিয়ে প্রথম বারের মতো বড় পর্দায় আসছেন নুহাশ হুমায়ূন। নাটক, ওয়েব কনটেন্ট, মিউজিক ভিডিওর পর নুহাশ এবার নিজেই জানালেন প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা।

এক ঘোষণায় প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান নির্মাতা নুহাশ জানান, রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ নিয়েই গড়ে উঠেছে তার প্রথম ছবি মুভিং বাংলাদেশের গল্প। তিনি ছবির পোস্টারও শেয়ার করেছেন। তবে এতে কারা অভিনয় করছেন সেটা জানাননি।

নুহাশ বলেন, ট্রাফিক জ্যামে অতিষ্ঠ হয়ে একদল তরুণ কীভাবে নতুন একটি অ্যাপ নিয়ে মাঠে নামে সেই সত্য গল্প তুলে ধরা হবে মুভিং বাংলাদেশে। এক বছর ধরে তিনি প্রথম ছবির দৃশ্যায়নের আগের কাজ গুলো শেষ করেছেন। এখন দৃশ্যায়নের পালা। ২০২১ সালেই তিনি এ ছবির চিত্রায়ণ শুরু করবেন।

ছবিটি প্রযোজনা করছেন ‘মাটির প্রজার দেশে’ খ্যাত আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ।  

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়