করোনার সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ: শিক্ষামন্ত্রী
জামালপুর সংবাদদাতা || বিজনেস ইনসাইডার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত
জামালপুর ( ১১ সেপ্টেম্বর): শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ যদি বাড়ে তবে ফের বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার দুপুরে জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ সতের মাস পর ১২ সেপ্টেম্বর থেকে খোলা হচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সচেতন থাকতে হবে। পরতে হবে মাস্ক। তারপরেও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হবে।
ডা. দীপু মনি বলেন, দীর্ঘদিন শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকলেও পড়াশোনা বন্ধ ছিল না। টেলিভিশন, অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে পড়াশোনা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না তা শিক্ষা বিভাগের কর্মকর্তা-শিক্ষক এমন কি রাজনৈতিক ব্যক্তিদের তদারকি করতে হবে।
মন্ত্রী এ সময় অনুরোধ করেন, কোনো শিক্ষক-শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনাভাইরাসে সংক্রমিত হলে বা উপসর্গ থাকলে তারা বিদ্যালয়ে যাবেন না।
জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপত্বিতে শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। সম্মেলনে অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মির্জা আজম এমপি, অসীম কুমার উকিল, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান প্রমুখ।