শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি প্রণয়নে সরকারের ১১ দফা নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (০৯ সেপ্টেম্বর): শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ক্লাসের সময়সূচি প্রণয়নে তাদেরকে ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে শিক্ষা কার্যক্রম চলবে তার একটি স্পষ্ট রূপরেখা পেল।
গতকাল বুধবার মাউশি এই নির্দেশনা দেয়। এরই মধ্যে এ নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্লাসের সময়সূচি ঠিক করার কাজ শুরু করেছে বলে জানা গেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের সময়সূচি সাজাতে ১১ দফা নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ক্লাসের সময়সূচি প্রণয়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ১১ দফা নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনায় বলা হয়েছে—
এক. ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে।
দুই. প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা এক দিন প্রতিষ্ঠানে আসবে।
তিন. সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট শ্রেণিতে দুটি করে ক্লাস ধরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সময়সূচি তৈরি করবে।
চার. সময়সূচির সঙ্গে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ক্লাস নির্ধারণ করা যেতে পারে।
পাঁচ. যেসব প্রতিষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর সংযুক্ত রয়েছে, সেসব প্রতিষ্ঠান ওই সব স্তরের জন্য নির্ধারিত ক্লাসগুলো সমন্বয় করে সময়সূচি তৈরি করবে।
ছয়. জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলমান ডিগ্রি, সম্মান ও মাস্টার্স পরীক্ষার সঙ্গে সমন্বয় সাপেক্ষে ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সময়সূচি প্রণয়ন করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে।
সাত. সময়সূচি প্রণয়নের ক্ষেত্রে লক্ষ রাখতে হবে যেন শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ, প্রস্থান ও অবস্থানের সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের মতো ঘটনা না ঘটে।
আট. সময়সূচি এমনভাবে প্রস্তুত করতে হবে যেন ভিন্ন ভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন সময়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং প্রতিষ্ঠান থেকে বের হয়।
নয়. শিক্ষাপ্রতিষ্ঠানে আপাতত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
দশ. প্রতিদিন নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী তথ্য পাঠাতে হবে।
এগার. পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাসের সময়সূচি তৈরির ক্ষেত্রে উপর্যুক্ত বিষয়গুলো অনুসরণ করতে হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। প্রায় দেড় বছর পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস শুরু হবে।