বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বৃত্তি দেবে হাঙ্গেরি
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (০৪ সেপ্টেম্বর): বাংলাদেশি শিক্ষার্থীদেরকে আরও বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। জেনেভাতে ১ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা জানান।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২২ সালের জানুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হবে স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি ৫)। এ লক্ষ্যে জেনেভাতে প্রস্তৃতিমূলক বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও হাঙ্গেরিয়ান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ড. মোমেন বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য হাঙ্গেরিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের জন্য বরাদ্দ বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর অনুরোধ জানান।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ডা. মোমেনকে আশ্বস্ত করেন যে, হাঙ্গেরির সরকার আগামী বছরে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়িয়ে দেবে। এ ব্যাপারে হাঙ্গেরির কনস্যুলেট চালু করার বিষয়টিও আলোচনা করা হয়। দুই পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য খাতে সহযোগিতার ব্যাপারেও সম্মত হয়েছেন। তারা দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয় নিয়েও আলোচনা করেন।