মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বশেমুরকৃবি দেশ সেরা বিশ্ববিদ্যালয় হওয়ায় যুব প্রতিমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫৯, ২৩ এপ্রিল ২০২১   আপডেট: ২২:০৭, ২৩ এপ্রিল ২০২১
বশেমুরকৃবি দেশ সেরা বিশ্ববিদ্যালয় হওয়ায় যুব প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) । ফাইল ছবি

ঢাকা ( ২৩ এপ্রিল): দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শীর্ষে উঠে আসার স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র‌্যাঙ্কিংয়ের ২০২১ সংস্করণে বিশ্ববিদ্যালয়টি দেশ সেরা হিসেবে উঠে আসে। সিমাগো বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে এ তথ্য প্রকাশ করে। 

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় অবস্থিত জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানদণ্ডে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম স্থান অর্জন করায় আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সকল শিক্ষক, ছাত্র ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের কে আন্তরিক অভিনন্দন জানাই।  এলাকার জনপ্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

তিনি আরও বলেন, ‘করোনার কঠিন এ  দুঃসময়ে নিঃসন্দেহে এ অর্জন  জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমি আশা করি বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখবে।’

উল্লেখ্য, গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে প্রতি বছর এপ্রিল মাসে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে স্পেনের গবেষণা প্রতিষ্ঠানটি। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে।

সম্প্রতি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেখা গেছে, বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। শীর্ষ দুই ও তিনে আছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়