রমজানে ২০ হাজারেরও বেশী মানুষকে আরবি শেখাবে ‘সাফীরুল কোরআন’
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: সাফীরুল কোরআন
ঢাকা (১২ এপ্রিল): পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাংলা ভাষা-ভাষী ২০ হাজারেরও বেশি মুসলমান নারী-পুরুষকে বিনামূল্যে কোরআনিক ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান ‘সাফীরুল কোরআন’। সম্প্রতি প্রতিষ্ঠানের অ্যাডমিন প্রধান মুহাম্মাদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাফীরুল কোরআন’ হলো সহজ উপায়ে আরবি ভাষা শেখার এমন একটি বিস্তারিত কোর্স। এর মাধ্যমে পবিত্র আল কোরআনের আয়াত পড়ে বা শুনে অতি সহজে প্রতিটি শব্দ বা বাক্যের অর্থ বোঝা যায়। ভাষা শেখার এই কার্যকরী কোর্সটি সাধারণত তিনটি স্তরে শেখানো হয়ে থাকে। যার প্রাথমিক স্তরের কোর্সটি সম্পন্ন করার পর আগ্রহী শিক্ষার্থীরা কোরআনিক ভাষার প্রায় ৭০-৮০ শতাংশ শব্দ বা আয়াতের ভাবার্থ বুঝতে সক্ষম হবেন। দ্বিতীয় ও তৃতীয় স্তরের কোর্স শেষ করার মাধ্যমে তারা কোরআন-হাদিস পড়ে সঠিক অর্থ বোঝার পাশাপাশি এগুলোর ওপর আরো গবেষণা ও জ্ঞানার্জনের সক্ষমতা অর্জন করেন।
এতে আরো বলা হয়, সাফীরুল কোরআনের লেখক ও গবেষক, লন্ডন প্রবাসী বাংলাদেশী ওস্তাদ ড. আবুল কালাম আজাদ। তিনি নব্বইয়ের দশকে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে মদীনায় পাড়ি জমিয়েছিলেন। এরপর থেকে প্রবাসেই তাঁর জীবনের বেশীরভাগ সময় কেটেছে। বিখ্যাত মদীনা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জনের পরবর্তী কয়েক দশক তিনি পবিত্র আল কোরআনের উপর বিস্তারিত পড়াশোনা ও গবেষণার মাধ্যমে সহজে আল-কোরআন পড়ে বোঝার আধুনিক পদ্ধতি ‘সাফীরুল কোরআন’ উদ্ভাবন করেন। কয়েক বছর ধরেই এই অভিনব পদ্ধতি প্রয়োগ করে তিনি নিজেই বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ও ইংরেজি উভয় ভাষা-ভাষী মুসলিম জনগোষ্ঠীর মাঝে নির্দিষ্ট ফি’র বিনিময়ে বিস্তারিত কোর্স পরিচালনা করে আসছেন।
এবারই প্রথম রমজান উপলক্ষ্যে সম্পূর্ণ ফ্রি’তে প্রাথমিক কোর্স ‘মিনি সাফীরুল কোরআন’ পরিচালনার ঘোষণা দিয়েছে সাফীরুল কোরআন। মক্কা বা কা'বা ক্যালেন্ডার অনুযায়ী, প্রথম রোজা থেকেই কোর্সটি শুরু করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশ সময় প্রতিদিন দুপুর ২টা এবং যুক্তরাজ্য সময় সকাল ৯টায় সাফীরুল কোরআনের অফিসিয়াল পেইজ ও গ্রুপে তৎক্ষণাত প্রদত্ত ক্লাসের জুমলিংকে ঢুকে একঘণ্টার এই মিনি কোর্সটি শিখতে পারবেন বাংলা ভাষা-ভাষী যে কোন বয়স ও শ্রেণি-পেশার মুসলিম নারী-পুরুষ।
আগ্রহী শিক্ষার্থীদের কোর্সে যোগ দিতে সাফীরুল কোরআনের অফিসিয়াল ফেসবুক পেইজ-(safeerulquranarabic), ফেসবুক গ্রুপ- (https://www.facebook.com/groups/), এবং টেলিগ্রাম গ্রুপে (joinchat) দ্রুত যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
রমজানে বিনামূল্যে ‘মিনি সাফীরুল কোরআন’ কোর্স চালু উপলক্ষ্যে সম্প্রতি অনলাইনে সাফীরুল কোরআনের এডমিন পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দদের সঙ্গে একটি প্রস্তুতি সভার আয়োজন করেন ওস্তাদ ড. আবুল কালাম আজাদ। সভায় ফেইসবুক লাইভে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।