মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদনের ফি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:৪৫, ১১ এপ্রিল ২০২১  
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদনের ফি বেড়েছে

ছবি: সংগৃহীত

ঢাকা(১০ এপ্রিল): গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের ফি বাড়ানো হয়েছে। চূড়ান্ত আবেদনে একশ টাকা বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি প্রদান করা যাবে। 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে গঠিত ভর্তি কমিটির পঞ্চম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপচার্যরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কামালউদ্দীন আহমদ।

আগামী ১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন করতে হবে। চূড়ান্ত আবেদনের জন্য ২৩ এপ্রিল যোগ্য শিক্ষার্থীদের ফল জানানো হবে। এরপর মনোনীতদের ২৪ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়