সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

দুই কোটি টাকার প্রধানমন্ত্রী ফেলোশিপের আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৮, ৬ এপ্রিল ২০২১  
দুই কোটি টাকার প্রধানমন্ত্রী ফেলোশিপের আবেদনের সুযোগ

ছবি সংগৃহীত

ঢাকা (এপ্রিল ০৬): প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উচ্চশিক্ষায় প্রধানমন্ত্রী ফেলোশিপের জন্য আবেদন শুরু হয়েছে। পিএইচডি ও মাস্টার্স কোর্সের আওতায় দেওয়া হবে এই ফেলোশিপ।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, পিএইচডির ফেলোশিপের জন্য নির্বাচিত প্রতিজন পাবেন দুই কোটি টাকা করে। আর মাস্টার্সের জন্য দেওয়া হবে ষাট লাখ টাকা করে। তবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১ থেকে ৩০-এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বা মাস্টার্স করতে চাইলে শিক্ষার্থীরা আরও ১০ শতাংশ হারে অতিরিক্ত টাকা পাবেন। এ ক্ষেত্রে মাস্টার্সে ৬৬ লাখ এবং পিএইচডিতে ২ কোটি ২০ লাখ টাকা হতে পারে।

বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশের নাগরিক, যারা এর আগে বিদেশে কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, তাঁরাই ফেলোশিপের আওতায় মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে প্রত্যাশিত ডিগ্রির জন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে নিঃশর্ত অ্যাডমিশন অফার আবেদনের সঙ্গে যুক্ত করে দিতে হবে।

প্রধানমন্ত্রী ফেলোশিপের আওতায় মাস্টার্সে পড়ার জন্য সর্বোচ্চ ১৮ মাস এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ চার বছরের ফেলোশিপ পাবেন নির্বাচিতরা। আবেদনের শেষ তারিখ পর্যন্ত টোফেল ও আইইএলটিএসের কার্যকর মেয়াদ থাকতে হবে। এ ক্ষেত্রে আইইএলটিএসে ৬ দশমিক ৫, আর টোফেলে ন্যূনতম ৮৮ ও পিটিই একাডেমিকের ক্ষেত্রে মোট স্কোর হতে হবে ৫৯।

আবেদনকারীকে ফেলোশিপের ওয়েবসাইট pmfellowship.pmo.gov.bd এ প্রবেশ করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনকারী আবেদনপত্র তৈরি এবং জমা দিতে পারবেন। তিনটি ক্যাটাগরিতে আবেদন করা যাবে। বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তারা ‘বিসিএস সরকারি কর্মকর্তা’, অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা ‘নন বিসিএস সরকারি’ এবং বেসরকারি ব্যক্তিবর্গ ‘বেসরকারি ক্যাটাগরি’ তে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়স পিএইচডির ক্ষেত্রে ৪৫ বছর আর মাস্টার্স কোর্সের ক্ষেত্রে ৪০ বছর হতে হবে। পিএইচডি কোর্সের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাস্টার্স সম্পন্ন এবং মাস্টার্স কোর্সের জন্য আবেদনকারীকে ন্যূনতম স্নাতক সম্পন্ন হতে হবে।

আবেদন করার শেষ সময় আগামী ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের হার্ড কপি ১৩ এপ্রিল বাংলাদেশ সময় বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

প্রকল্প পরিচালক ‘টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্প ও মহাপরিচালক, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা-১২১৫।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়