মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থী
ঢাকা (০৪ এপ্রিল): ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষায় পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থী।
এ বছর পাসের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ। ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তার প্রাপ্ত মোট নাম্বার ২৮৭.২৫।
গত শুক্রবারে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। যার মধ্যে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।