সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা বোর্ডে এসএসসির ফরম পূরণ শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২৮, ১ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:৩৯, ১ এপ্রিল ২০২১
ঢাকা বোর্ডে এসএসসির ফরম পূরণ শুরু

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা। ছবি: সংগৃহীত

ঢাকা (১ এপ্রিল): চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আজ থেকে। করোনা মহামারীর কারণে এ বছরের এসএসসির টেস্ট (নির্বাচনী) পরীক্ষা নেওয়া না হলেও বোর্ড পরীক্ষা নেওয়া হবে। তাই কোন প্রকার বিলম্ব ফি ছাড়া এ কার্যক্রম ৭ এপ্রিল পর্যন্ত চলবে।

২১ মার্চ ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা এবং বিলম্ব ফিসহ ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার শেষ সময় ৮ এপ্রিল এবং ১০০ টাকা বিলম্ব ফিসহ ১৫ এপ্রিল পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসএসসির ফরম পূরণ বাবদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে ১ হাজার ৮৫০ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৮৫০ টাকা ফি নিতে পারবে।

এছাড়া, এসএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি ১০০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩৫ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্রপ্রতি ৩০ টাকা, মূল সনদ বাবদ শিক্ষার্থীপ্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে এবং অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি অনিয়মিত ফি ১০০ টাকা এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের তালিকাভুক্তি ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষাপঞ্জি অনুসারে প্রতিবছর এক ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার করোনাভাইরাসের কারণে এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে এখনো পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৬০ কর্মদিবসের উপযোগী করে সিলেবাস প্রকাশ করা হয়েছে। স্কুল খোলার পর ছাত্র-ছাত্রীদের ৬০ কর্মদিবস ক্লাস করিয়ে তাদের পরীক্ষা গ্রহণের কথা রয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়