৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলপ্রকাশ, ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (২৯ মার্চ): ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এবারের প্রিলিমিনারিতে পাশ করেছে মোট ৬ হাজার ২২ জন।
সোমবার এ ফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এখানে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।