রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

বিসিএসে ১৮০ জনের ভাইবার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫৬, ২৪ মার্চ ২০২১   আপডেট: ১৯:০২, ২৪ মার্চ ২০২১
বিসিএসে ১৮০ জনের ভাইবার তারিখ পরিবর্তন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।ছবি:সংগৃহীত

ঢাকা (২৪ মার্চ): ৪০ তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইবার সময় সূচি পুনর্নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ মার্চ ১৮০ জনের মৌখিক পরীক্ষা নেবার কথা থাকলেও পবিত্র শবে বরাতের ছুটি কারণে এ পরীক্ষা আগামি ১৫ জুন অনুষ্ঠিত হবে।

বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র শবে বরাত উপলক্ষে ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০ তম বিসিএস পরীক্ষার মোট ১৮০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার তারিখ আগামী ১৫ জুন পুনর্নির্ধারণ করা হলো

৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষা গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৪ হাজার ১৫০ জন সাধারণ ক্যাডার প্রার্থীর মৌখিক পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয় এ মৌখিক পরীক্ষা

বিসিএসের ৪০তম প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পরীক্ষা ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী দিলেও তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। সম্প্রতি ৪০তম বিসিএসের লিখিত এ পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি।

৪০ তম বিসিএস থেকে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়