United Commercial Bank (UCB)

রোববার

০৪ জুন ২০২৩


২১ জ্যৈষ্ঠ ১৪৩০,

১৪ জ্বিলকদ ১৪৪৪

জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন, থাকছে শিফট পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩৩, ২৫ মে ২০২৩  
জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন, থাকছে শিফট পদ্ধতি

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন থেকে শুরু হবে। চলবে ২২ জুন পর্যন্ত। আগের বছরের মতো বছরও একাধিক শিফটে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান জানান, আগের মতো বছরও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের ভেতরে পরীক্ষা নেয়া হবে।

তিনি বলেন, ছেলে মেয়ে আলাদা শিফটে পরীক্ষা নেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিষয়ে কিছু জটিলতা থাকায় আমরা পরে আলোচনা করব।

এর আগে চলতি মাসের তারিখ থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

 

 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়