পবিপ্রবিতে ‘ম্যানেজমেন্ট ডে’ পালিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন সেন্টারে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের উদ্যোগে ‘ম্যানেজমেন্ট ডে’ পালিত হয়েছে। সোমবার ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের অষ্টম অনুষদের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবুল বাশার খান। আরও উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. মোমিন উদ্দিন, সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলামসহ ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।