মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন রয়েছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৬, ৫ ডিসেম্বর ২০২২   আপডেট: ১২:০৮, ১০ ডিসেম্বর ২০২২
এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন রয়েছে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

চাঁদপুর (০৫ ডিসেম্বর): শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন রয়েছে।

তিনি বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সকলেই সিট পাবে।

আজ চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক রয়েছেন। আমরা সবাই যদি দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড়তে পারবে।

উল্লেখ্য, এর পূর্বে তিনি চাঁদপুরে মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়