শ্রেণিকক্ষে ময়লা, আজিমপুর গার্লস স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে প্রবেশ করছে শিক্ষার্থীরা ছবিটি আজিমপুর স্কুল এন্ড কলেজ থেকে তোলা, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (১২ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের ক্লাসে ফেরার দিন শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। যিনি স্কুল পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রবিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিদর্শন করতে এসে শ্রেণিকক্ষে ময়লা-আর্বজনা দেখতে পেলে এ বরখাস্তের নির্দেশ দেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা।
সরকারি ঘোষণা অনুযায়ী, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আজ খুললেও শুরুতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন ক্লাস করতে হবে। মাধ্যমিক পর্যায়ে যেদিন যে শ্রেণির ক্লাস থাকবে, সেদিন ওই শ্রেণির সর্বোচ্চ দুটি ক্লাস হবে। প্রাথমিকে হবে দিনে তিনটি করে ক্লাস। প্রাক্-প্রাথমিক স্তরে সশরীর ক্লাস বন্ধ থাকবে।