Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
দেড় বছর পর খুলল স্কুল-কলেজে, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

বুধবার

১৪ মে ২০২৫


৩১ চৈত্র ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

দেড় বছর পর খুলল স্কুল-কলেজে, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩১, ১২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:১৪, ১২ সেপ্টেম্বর ২০২১
দেড় বছর পর খুলল স্কুল-কলেজে, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক প্রায় ১৮ মাস পর আজ রবিবার ফের ক্লাস নিচ্ছেন। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (১২ সেপ্টেম্বর): টানা প্রায় দেড় বছর বন্ধের পর আজ রবিবার খুলেছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা। শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পদচারণায় প্রাণোচ্ছল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীদের ভেতর দেখা দিয়েছে উৎসুকতা ও উচ্ছ্বাস। 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের তথ্যে প্রতিভাত হওয়া যায়, দেশের স্কুল-কলেজ-মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরা স্বাস্থবিধি মেনে প্রতিষ্ঠানে প্রবেশ করছে। এ বিষয়ে শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর প্রশাসন কড়া নজরদারী রাখতে দেখা যায়।

অবশ্য, শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস  থাকলেও কোনো কোনো অভিভাবকের মধ্যে ভর করেছে শঙ্কা ও আতঙ্ক। কারণ, মহামারি করোনাভাইরাস সংক্রমণ ও আক্রান্ত হয়ে মৃত্যুর হার বৃদ্ধির ফলে, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, যা আজ সব দিক বিবেচনা করে খুলে দেওয়া হল। তবে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ তুলনামূলক কমলেও থেমে নেই। 

দীর্ঘ প্রায় ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলাতে সেখানে শিক্ষার্থীদের উদ্দিপনা চোখে পড়ার মতো। তবে, আজ বেশির ভাগ প্রতিষ্ঠানে অল্প সময়ের জন্য ক্লাস নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে শ্রেণী ও বর্ষ হিসেবে হচ্ছে।  এদিকে, অনেক শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, তাদের জন্য আজই স্কুল-কলেজের প্রথম দিন।

রাজধানীর ধানমণ্ডির পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ অঙ্গনে দেখা গেছে প্রাণোচ্ছল পরিবেশ এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাস। একই অবস্থা দেখে গেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, মণিপুর উচ্চ বিদ্যালয়, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলসহ বিভিন্ন স্কুল-কলেজে। 

শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য যে নির্দেশনা দিয়েছিল। সে আলোকই প্রস্তুত করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রাঙ্গণও প্রাণ-চঞ্চলতায় ভরে উঠতে দেখা গেছে।  আজ ১২ সেপ্টেম্বর প্রাথমিক বিদ‌্যালয় খোলার পর সেগুলো কীভাবে চলবে, সে বিষয়ে গত শুক্রবার ১৬ দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যেগুলোর আলোকপাতেই প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষকরা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর সংক্রমণ পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়