স্কুল-কলেজ-মাদ্রাসা খুলছে কাল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (১১ সেপ্টেম্বর): করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেড় বছর বন্ধের পর আগামীকাল রবিবার দেশের সকল ধারার স্কুল-কলেজ-মাদ্রাসা খুলতে যাচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সব প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত তৎপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে যাতে সব কর্মকাণ্ড চলতে পারে এদিকে প্রধান গুরুত্ব দিয়ে প্রস্তুতি গ্রহণ করছেন তারা। এদিকে, প্রস্তুতির শেষ বেলায় শ্রেণীকক্ষে ঝাড়ু, বেঞ্চ গোছানো, বারান্দা, আঙিনা সব পরিষ্কার করতেও দেখা যাচ্ছে প্রতিষ্ঠানগুলোতে।
অবশ্য, পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হলেও শিক্ষার্থীরা সশরীর ক্লাসে এসে স্বাস্থ্যবিধি কতটা মানতে পারবে, একইসঙ্গে প্রতিষ্ঠানও সেগুলো কতটা বাস্তবায়ন করতে পারবে, সেটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শিক্ষকেরা।
এদিকে, বিদ্যালয় খোলার পর কীভাবে চলবে সে সংক্রান্ত ১৬ দফা নির্দেশনা গতকাল শুক্রবার প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ ছাড়া, গত বুধবার রুটিন প্রস্তুতে শিক্ষকদের প্রতি ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সে সময় তিনি বলেছেন, অনেক দেশেই তো শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে। আপনারা তা দেখেছেন। আমাদের দেশেও আমরা একই নীতি অবলম্বন করব। আমরা চাই, আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়া শুরু হয়ে যাক। যদি সংক্রমণ বৃদ্ধি পাই তাহলে পরে আমরা স্কুল-কলেজ বন্ধ করে দেব।