সংক্রমণ বাড়লে ফের বন্ধ করা হবে শিক্ষাপ্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি
ঢাকা (১০ সেপ্টেম্বর): করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে যদি দেখি সংক্রমণের হার আশঙ্কাজনক বেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই তখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ব্যবস্থা শিক্ষা মন্ত্রণালয় নিবেই। আর আমরাও সেভাবেই পরামর্শ দিব। আমরা তো চাইব না ছেলে-মেয়েরা সংক্রমিত হয়ে যাক।
আজ শুক্রবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন।
জাহিদ মালেক আরও বলেন, অনেক দেশেই তো শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে। আপনারা তা দেখেছেন। আমাদের দেশেও আমরা একই নীতি অবলম্বন করব। আমরা চাই, আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়া শুরু হয়ে যাক। যদি সংক্রমণ বৃদ্ধি পাই তাহলে পরে আমরা স্কুল-কলেজ বন্ধ করে দেব।
উল্লেখ্য, প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে সরকার খুলে দিচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।