নভেম্বর বা ডিসেম্বরে হতে পারে প্রাথমিকের সমাপনী পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৬ সেপ্টেম্বর): করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আসন্ন আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, সমাপনী পরীক্ষাটি সংক্ষিপ্ত সিলেবাসে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, আমরা স্কুল খুলে দিয়েছি। পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেব।
মন্ত্রী বলেন, অন্যান্য ক্লাসের বার্ষিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের।