মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

সর্বোচ্চ স্কোর তুলতে আইএলটিএস প্রাইভেট

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৮, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:২৪, ২২ এপ্রিল ২০২১
সর্বোচ্চ স্কোর তুলতে আইএলটিএস প্রাইভেট

আইএলটিএস এর ট্রেডমার্ক লোগো, ছবি: সংগৃহীত

ইউরোপ মহাদেশের যেকোনো দেশে উচ্চশিক্ষা অথবা চাকরির জন্য যেতে হলে ইংরেজি ভাষায় ভালো দখল থাকা চাই। এজন্য অবশ্য সেইসব দেশগুলোতে ইংরেজিতে আবেদনকারীর দক্ষতা যাচাইয়ের জন্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইএলটিএস পরীক্ষা দিতে হয়।

তাই আপনি যদি বিদেশে উচ্চশিক্ষা অথবা চাকরি এই দুই ক্ষেত্রেই আইএলটিএস এর ভালো স্কোর থাকতে হবে। এসব দিক মাথায় রেখেই ‘আইএলটিএস প্রাইভেট’ এর স্পেশালাইজড কোর্সটি সেইভাবে তৈরি করা হয়েছে।

‘আইএলটিএস প্রাইভেট’ এ অনলাইনে ঘরে বসেই সবগুলো কোর্স করা যাবে। এছাড়া প্রাথমিক পর্যায় থেকে শুরু করে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশেষ ভাবে এই ‘স্পেশালাইজড কোর্স’ টি চালু করা হয়েছে।

এখানে সরাসরি প্রশিক্ষকের মাধ্যমে পাঠদান করা হবে এবং প্রতিটি লাইভ ক্লাসের ভিডিও রেকর্ডিং ফাইল থাকবে ড্যাশবোর্ডে। যারা ধরাবাঁধা সময়ের জন্য নিজেকে ইংরেজিতে সমৃদ্ধ করতে পারছেন না তারা ঘরে বসে যেকোনো সময়ে নিজের সুবিধা মত ক্লাস করার সুযোগ পাবেন।

প্রতিটি ব্যাচে শুধুমাত্র ১০ জন নিয়ে পরিচালিত হবে কোর্সটি এবং কোর্স সংক্রান্ত সকল আইটেম বিনামূল্যে দেওয়া হবে।

আইএলটিএস প্রাইভেট এর ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস করতে হলে এই নম্বরে (০১৭৭৭ ৩৫৫ ৫৫৫/০১৮১৭ ৭১৫ ১৩৭) যোগাযোগ করতে বলা হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়