সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

এতিমখানা ছাড়া সব মাদ্রাসাই বন্ধের নির্দেশ

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:১১, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ০১:১২, ৭ এপ্রিল ২০২১
এতিমখানা ছাড়া সব মাদ্রাসাই বন্ধের নির্দেশ

এতিমখানা ছাড়া কওমীসহ সকল মাদ্রাসাই বন্ধের নির্দেশ

ঢাকা (০৬ এপ্রিল): চলমান করোনা পরিস্থিতির কারণে এতিমখানা বাদে দেশের সকল কওমী, আবাসিক-অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার  বিকেলে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মাদ্রসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় গত ২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করে।  বর্তমানে দেশে লকডাউন বলবৎ আছে। এর আগে সরকার ২২ মে পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যযক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে কিছু আবাশিক ও অনাবাসিক মাদ্রাসা এখনও খোলা রয়েছে বলে জানা যায়, যা বর্তমান কোভিড পরিস্থিতিতে  স্বাস্থ্যের অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

আরও বলা হয়, ‘এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমী মাদ্রসাসহ (এতিমখানা ছাড়া) সকল মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এ নির্দেশ পালনে কোনও ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না।’

এর পূবের্, কওমী মাদ্রাসাগুলোতে প্রতি রমজান মাসের পরপরই নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে এ বছরও অফিস খোলার অনুমতি প্রদানের জন্য ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে কওমী মাদ্রাসাগুলোর পক্ষ থেকে আবেদন করা হয়। সে সময় প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এবং প্রধানমন্ত্রী মাাদ্রাসাগুলোতে শিক্ষার্থী ভর্তির বিষয়টি আন্তরিকতার সঙ্গে অনুধাবন করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস খোলা রাখার অনুমতি প্রদান।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়