সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

এসএসসির ফরম পূরণ স্থগিত, বাড়বে সময়

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:০৩, ৬ এপ্রিল ২০২১  
এসএসসির ফরম পূরণ স্থগিত, বাড়বে সময়

এসএসসির ফরম পূরণ স্থগিত করা হয়েছে

ঢাকা (০৫ এপ্রিল): করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় তা রোধে সরকারের ঘোষিত কঠোর বিধি নিষেধের কারণে সারাদেশে এসএসসির ফরম পূরণ স্থগিত করা হয়েছে। অবশ্য নতুনভাবে ফরম পূরণের লক্ষ্যে সময় বাড়ানো হবে এবং এতে কোনোপ্রকার বিলম্ব ফি দেওয়া লাগবে না  বলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে। 

এর আগে,  ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ চলার কথা ছিল। কিন্তু করোনা মহামারির বর্তমান পরিস্থিতির কারণে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। যার ফলে, এসএসসির ফরম পূরণও স্থগিত করা হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সোমবার গণমাধ্যমকে বলেন, লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা, তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

সময় বাড়ানো নিয়ে অধ্যাপক নেহাল আহমেদ জানান, বেশিরভাগ ফরম পূরণ হয়ে গেছে। আর যারা বাকি আছে তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়