ইউআইইউ’র শিক্ষার্থীরা বিকাশে ফি পরিশোধ করতে পারবে
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ইউআইইউ’র শিক্ষার্থীরা বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে
ঢাকা (০৫ এপ্রিল): এখন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি, টিউশন ফিসহ সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সাথে বিকাশের এ বিষয়ে সমঝোতার ফলে এ সুযোগ পাবে শিক্ষার্থীরা।
ইউআইইউ ক্যাম্পাসে সম্প্রতি এই সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর ড. চৌধুরী মফিজুর রহমান, ট্রেজারার ড. মীর ওবায়দুর রহমান এবং বিকাশের হেড অব স্ট্রাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলী আহম্মেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এডুকেশন পেমেন্ট) মোঃ মাহবুবুর রহমান চৌধুরী।
এই সেবার ফলে বিশ্ববিদ্যালয়টির ১০ হাজার শিক্ষার্থীর মাসিক বেতনসহ সব ধরনের ফি যেকোনো স্থান থেকে যেকোনো সময় পরিশোধ করার সুযোগ পাবে। বিশেষ করে করোনাকালীন এই সময়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যাংকে গিয়ে লাইনে না দাঁড়িয়ে নিরাপদে বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধের সুযোগ পাবেন।
শিক্ষার্থীরা এখন ইউআইইউ’র স্টুডেন্ট ওয়েবসাইট (https://ucam.uiu.ac.bd/) থেকে বিকাশ পেমেন্ট গেটওয়েতে বিকাশ নম্বর, টাকার পরিমাণ, ওটিপি (ওয়ান টাইম পাসওর্য়াড) ও পিন নম্বর দিয়ে ফি পরিশোধ করতে পারছেন। পেমেন্ট করা হয়ে গেলে ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন তারা। ফি পরিশোধে কনভিনিয়েন্স চার্জ প্রযোজ্য হবে।
এ নিয়ে দেশের ৬০০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ফি পরিশোধ সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হল বিকাশের মাধ্যমে। সংবাদ বিজ্ঞপ্তি