সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪৮, ২ এপ্রিল ২০২১   আপডেট: ২১:২৭, ২ এপ্রিল ২০২১
মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন

ছবি: সংগৃহীত

ঢাকা (০২ এপ্রিল): করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত।

এ বছর এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পায়।

এই ভর্তি পরীক্ষা নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছিল। এ ছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরীক্ষার্থীদের কিছু নিদের্শনা ও বিধি পালন করতে হয়েছে।  এরই অংশ হিসেবে পরীক্ষার্থীদের মাস্ক পরে এবং জ্বর মেপে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে।

দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোর মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। 

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এ বিষয়ে বলেন, পরীক্ষা না হলে শিক্ষার্থীরা দুই-এক বছর পিছিয়ে যাবে। ফলে, বাড়তি সতর্কতা নিয়ে এবারের পরীক্ষা হচ্ছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়