সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫২, ২৯ মার্চ ২০২১  
কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

ছবি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (ফাইল ফটো)

ঢাকা (২৯ মার্চ): করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সব কওমি মাদ্রাসাও বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার সচিবালয়ে করোনা প্রতিরোধে সরকারের নতুন ১৮ দফা নির্দেশনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জানা গেছে, মহামারী করোনাভাইরাসের মধ্যেও দেশের বিভিন্ন স্থানে থাকা কওমি মাদ্রাসাগুলোতে পাঠদান চলছিলো। কিন্তু সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত নির্দেশনার ১০ নম্বরে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক,মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ২২ মের পর খুলবে বলে এরইমধ্যে ঘোষণা দিয়েছে সরকার। এবার কওমি মাদ্রাসাও বন্ধ থাকার সিদ্ধান্ত দেওয়া হলো।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়