রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

বিসিএস পরীক্ষার্থীদের সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে থাকার অনুরোধ ডিএমপির

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০২, ১৯ মার্চ ২০২১   আপডেট: ০১:১০, ১৯ মার্চ ২০২১
বিসিএস পরীক্ষার্থীদের সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে থাকার অনুরোধ ডিএমপির

ছবি: ডিএমপির লোগো

ঢাকা (১৮ মার্চ): বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শুক্রবার সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপির ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামিকাল ১৯ মার্চ ২০২১ (শুক্রবার) সকাল ৮ঃ৩০ ঘটিকার মধ্যে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের কেন্দ্রে থাকার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এতে বলা হয়, ১৯ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগত বিদেশী ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কিছু কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধ থাকবে।

১৯ মার্চ, শুক্রবার ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার জন্য অনুরোধ করা হল। যাতে পরীক্ষার্থীরা সকাল ০৮.৩০ ঘটিকার মধ্যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

শিক্ষার্থীদের এ সাময়িক অসুবিধার জন্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়