শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৯ রবিউল আউয়াল ১৪৪৭

মেডিকেলের ভর্তি পরীক্ষা ঈদের পর নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৩৪, ৪ মার্চ ২০২১   আপডেট: ২৩:৪৪, ৪ মার্চ ২০২১
মেডিকেলের ভর্তি পরীক্ষা ঈদের পর নেওয়ার দাবি

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

ঢাকা (০৪ মার্চ): এমবিবিএস কোর্সের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামি ঈদ-উল-ফিতরের পর নেওয়ার দাবি জানিয়েছেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীবৃন্দের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

ভর্তিচ্ছুশিক্ষার্থীরা জানান, আগামী ২ এপ্রিল মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়া হলে তাদের এবং অভিভাবকদের জীবন ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে এছাড়া, ২ এপ্রিল ভর্তি পরীক্ষা নেয়া হলে একাডেমিক ক্ষেত্রে দেখা দিতে পারে নানাধরনের সমস্যা। উল্লেখযোগ্য বেসরকারি মেডিকেলে ভর্তি বিষয়ক জটিলতা। পরীক্ষা নেয়া হলে তিন চার দিনের মধ্যে প্রকাশিত হবে ফল। তার পর সরকারি ও বেসরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম দু মাসের মাথায় সম্পন্ন হবে

শিক্ষার্থীরা আরও জানান, কোনো কারণে যদি সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না মেলে, তাহলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ পড়ার ইচ্ছা থাকে অনেক শিক্ষার্থীর। সেখানেও সুযোগ না হলে ভর্তি হবে কোনো বেসরকারি মেডিকেল কলেজে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুই হয়নি সেখানে এমন এক সময়ে এবার সকল বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে।এমন হলে একজন শিক্ষার্থী কিভাবে সিদ্ধান্ত নেবে যে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আগেই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাবে নাকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য অপেক্ষা করবে। সেখানেও যদি ভর্তির সুযোগ না পায় তাহলে সেই শিক্ষার্থীর কি হবে।

তাই মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার আগে পরীক্ষার্থী ও অভিভাবকদের টিকা নিশ্চিত করে জটিলতা নিরসনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমতা করে মেডিকেল ভর্তি পরীক্ষার দাবি জানান।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়