শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রবির ক্র্যাশ কোর্স

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:১৯, ২ মার্চ ২০২১  
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রবির ক্র্যাশ কোর্স

ছবি: রবি আজিয়াটা লিমিটেড

ঢাকা (০১ মার্চ ১): এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ক্র্যাশ কোর্স চালু করেছে রবি-টেন মিনিট স্কুল। পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি আরো জেরালো করতে কোর্সগুলোতে অন্তর্ভূক্ত করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস, লেকচার, রিসোর্স ও মডেল টেস্ট। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি এ তথ্য জানিয়েছে।  
    
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারীর কারণে এ বছরের এইচএসসি ও এসএসসি পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা করা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাসের ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতির ধরণটাও এবার ভিন্ন। 

যথাক্রমে চার ও পাঁচ মাস মেয়াদের এসএসসি ও এইচএসসি ক্রাশ কোর্সেগুলোর মূল্য ৯৫০ ও ১ হাজার ২শ’ টাকা। এসএসসি ক্রাশ কোর্সে ১৭০টি লেকচার শিট, ১৭০টি লাইভ ক্লাস, ২২টি মডেল টেস্ট এবং ২২টি সলভ ক্লাস রয়েছে। এইচএসসি ক্রাশ কোর্সে রয়েছে ৩০০টি লেকচার শিট, ৩০০টি লাইভ ক্লাস, ৩৯টি মডেল টেস্ট এবং ৩৯টি সলভ ক্লাস।

https://cutt.ly/gkf6yrq লিঙ্ক থেকে কোর্সগুলো পাওয়া যাবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়