শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৩১, ২৯ মে ২০২৩  
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান বিভাগের সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আজ সোমবার (২৯ মে) থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। অনুষদ ভিত্তিক তিন দিনের এই পরীক্ষা শেষ হবে আগামী বুধবার। 

এমসিকিউ পদ্ধতিতে এক ঘন্টার এই পরীক্ষা আজ ও আগামীকাল চার শিফটে অনুষ্ঠিত হবে। শেষ দিন বুধবার পরীক্ষা হবে তিন শিফটে।  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ৪ হাজার ৪৬৭টি আসনের বিপরীতে ১ লাখ ৭৮ হাজার ৫৯১ টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে ১ লাখ ৮৩৮ জন ছাত্র এবং ৭৭ হাজার ৭৫৩ জন ছাত্রী। 

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষা ভবনের গেট ও আধা ঘন্টা আগে পরীক্ষা কক্ষের প্রবেশগেট খুলে দেয়া হয়। 

Nagad
Walton

সর্বশেষ